সকাল ৭:৩৭ | ১লা জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | ১৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
খড়খড়িয়া বিনোদপুর কুসুম্বী দাখিল মাদ্রাসা Kharkhoria Binodpur Kusumbi Dakhil Madrasha
islam

মাদ্রাসার সংক্ষিপ্ত ইতিহাস

হোম - খড়খড়িয়া বিনোদপুর কুসুম্বী দাখিল মাদ্রাসা

 

মাদ্রাসার সংক্ষিপ্ত ইতিহাস

সিরাজগঞ্জ জেলাধীন তাড়াশ উপজেলার অন্তগর্ত ঐত্যিবাহী চলনবিলের উত্তর প্রান্তে তাড়াশ -সিংড়া রাস্তার উত্তর পার্শ্বে রাস্তা সংলগ্ন ২নং বারুহাস ইউনিয়নের বিনোদপুর গ্রামে “খড়খড়িয়া বিনোদপুর কুসুম্বী দাখিল মাদ্রাসা” মাদ্রাসাটি অবস্থিত । মাদ্রাসাটি ১৯৯৪ সালে খড়খড়িয়া গ্রামের মরহুম আলহাজ্ব মোঃ কামাল উদ্দিনের উদ্যেগে অত্র এলাকার জনসাধারণের সহযোগিতায় মাদ্রাসাটি প্রতিষ্ঠিত হয় । ১৯৯৪ ইং সালে প্রতিষ্ঠা লাভের পর থেকে বর্তমান পর্যন্ত বিভিন্ন পাবলিক পরীক্ষা (দাখিল, জেডিসি ও এবতেদায়ী) শতভাগ পাশসহ দাখিল ও জেডিসিতে এ+ সহ জেডিসি ও এবতেদায়ী পঞ্চম শ্রেণীতে প্রতি বৎসর বৃত্তি পাইয়া আসিতেছে । ১৯৯৭ ইং সাল থেকে দাখিল পরীক্ষায় অংশ গ্রহণ করিয়া আসিতেছে । দাখিল ও জেডিসি পরীক্ষায় অত্র উপজেলার মাদ্রাসাগুলোর মধ্যে প্রথম স্থান অর্জন করিয়া আসিতেছে । 01/0৫/২০০২ ইং তারিখে এম,পি, ও ভুক্ত হয় । মাদ্রাসাটিতে 17 জন শিক্ষক, কর্মচারী, কর্মরত আছে। বর্তমানে মাদ্রাসাটিতে ৩০০ জন শিক্ষার্থী অধ্যায়নরত আছে ।

Scroll to Top